chessbase india logo

আয়ুশ্ৰী সরকার, অর্চিষ্মান পাত্র ও বৃস্টি মুখার্জী জাতীয় অ্যামেচার ২০২৫ চ্যাম্পিয়ন

by সাহিদ আহমেদ - 21/04/2025

১২তম জাতীয় অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ মোট ৪৫০ জন খেলোয়াড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন। ছয়জন নতুন চ্যাম্পিয়ন নির্ণয় করা হয়েছে ছয়টি রেটিং বিভাগে। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে তিনজন চ্যাম্পিয়ন হন। অনুর্ধ ১৭০০ মহিলা - আয়ুশ্ৰী সরকার, অনুর্ধ ২০০০ ওপেন - অর্চিষ্মান পাত্র এবং অনুর্ধ ২৩০০ মহিলা - WFM বৃস্টি মুখার্জী। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছিল ₹৩০০০০০। সারা বিহার দাবা সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ২৫সে থেকে ২৯সে মার্চ, সম্বোধি রিট্রিট, বোধগয়া, বিহার। ছবি: সারা ভারত দাবা ফেডারেশন

সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সেরা

ছয়জন চ্যাম্পিয়নের প্রত্যেকের এটি প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে বিজয়প্রাপ্তি। পশ্চিমবঙ্গ ছয়টির মধ্যে তিনটি প্রথম স্থান অধিকার করেন। বাকি তিনটি প্রথম স্থান পান - বিহার, মহারাষ্ট্র ও পাঞ্জাবের খেলোয়াড়রা। মোট পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি খেলোয়াড় শীর্ষ তিনের মধ্যে শেষ করেছেন - তিনটি প্রথম স্থান, একটি দ্বিতীয় এবং একটি তৃতীয় স্থান।

১২তম জাতীয় অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ২০২৫ বিজয়ীবৃন্দ | ছবি : সারা ভারত দাবা ফেডারেশন

পশ্চিমবঙ্গ তিনটি প্রথম স্থান, একটি দ্বিতীয় আর একটি তৃতীয় স্থান, মোট পাঁচটি শীর্ষ তিন স্থান অধিকার করেন যা সব রাজ্যের মধ্যে সেরা

অনুর্ধ ১৭০০ মহিলা

আয়ুশ্ৰী সরকার (পশ্চিমবঙ্গ), দিশা উ এ (কর্ণাটক), কাশভি সাভারওয়াল (হরিয়ানা) এবং হানসিকা ম (পুদুচেরি) এই চারজনের প্রত্যেকেই ৭ পয়েন্ট করেন। শীর্ষ বাছাই আয়ুশ্ৰী সরকার ১২তম জাতীয় অ্যামেচার অনুর্ধ ১৭০০ মহিলা চ্যাম্পিয়ন হন টাই-ব্রেকে। বাকি তিনজন দ্বিতীয় থেকে চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে। ইহা আয়ুশ্ৰীর জীবনের প্রথম রেটিং টুর্নামেন্ট বিজয়। প্রথম তিনটি খেলা পর পর জেতার পর, ১২-বছরের আয়ুশ্ৰী চতুর্থ রাউন্ডের খেলাটি হেরে যান কাশভি এর বিরুদ্ধে যিনি শেষে তৃতীয় স্থান পান। তারপরে আয়ুশ্ৰী চার পয়েন্ট করেন শেষ পাঁচটি খেলায়,দিশার সঙ্গে ড্র করেন শেষ রাউন্ডে আর চ্যাম্পিয়ন হন। অনুর্ধ ১৭০০ বিভাগে মোট পুরস্কার মূল্য ছিল ₹৮০০০০। প্রথম তিনটি পুরস্কার হলো ₹৮০০০, ₹৬০০০ ও ₹৫০০০ সঙ্গে একটি করে ট্রফি।

অনুর্ধ ১৭০০ মহিলা চ্যাম্পিয়ন - আয়ুশ্ৰী সরকার (পশ্চিমবঙ্গ) ৭/৯ | ছবি: সারা বাংলা দাবা সংস্থা

আয়ুশ্ৰী সরকার ৭ পয়েন্ট করে, টাই-ব্রেকে বিজয়ী হন এবং ৪৩.২ এলো রেটিং পয়েন্ট বৃদ্ধি করেন

অনুর্ধ ১৭০০ মহিলা বিভাগে মোট ৬৪ জন খেলোয়াড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।

ফলাফল

Rk.SNo NamesexFEDRtgClub/CityPts. TB1  TB2  TB3  TB4  TB5 
11
Aayusree Sarkar,wIND1677West Bengal75155,541,7506
23
Disha U A,wIND1643Karnataka7495340,0005
34
Kashvy Sabharwal,wIND1640Haryana7495138,2505
416
Hunsika M,wIND1520Puducherry743,54632,0007
55
ACMMaya Ameen,wIND1635Karnataka6,546,547,531,7505
69
Silarapu, Devi DedipyasriwIND1587Andhra Pradesh6,54650,535,0005

বিস্তারিত

অনুর্ধ ২০০০ ওপেন

১৪-বছরের অর্চিষ্মান পাত্র (পশ্চিমবঙ্গ) এবং রোহিত গুরুং (সিকিম) দুজনের প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন অনুর্ধ ২০০০ ওপেন বিভাগে। অর্চিষ্মান চ্যাম্পিয়ন হন তাঁর টাই-ব্রেক ভালো হওয়ার দরুণ, রোহিত দ্বিতীয় স্থান অধিকার করেন। দুজনেই বাকিদের থেকে এক পয়েন্ট এগিয়ে শেষ করেন। ছয়জন খেলোয়াড় ৬.৫ পয়েন্ট করেন। তাঁদের মধ্যে, প্রদীপ তিওয়ারি (DASCB) তৃতীয় স্থান পান। ইহা অর্চিষ্মানের প্রথম রেটিং টুর্নামেন্ট বিজয়। অর্চিষ্মান ষষ্ঠ রাউন্ডে, রোহিতকে পরাজিত করেন, আর সপ্তম রাউন্ডে প্রদীপের সাথে ড্র করেন। অনুর্ধ ২০০০ বিভাগে মোট পুরস্কার মূল্য ছিল ₹১০০০০০। প্রথম তিনটি পুরস্কার হলো ₹১৬০০০, ₹১৪০০০ ও ₹১০০০০ সঙ্গে একটি করে ট্রফি।

অনুর্ধ ২০০০ ওপেন চ্যাম্পিয়ন - অর্চিষ্মান পাত্র (পশ্চিমবঙ্গ) ৭.৫/৯ | ছবি: সারা বিহার দাবা সংস্থা

অর্চিষ্মান পাত্র অপরাজিত থেকে ৭.৫ পয়েন্ট করে, টাই-ব্রেকে চ্যাম্পিয়ন হন এবং ১৩৬ এলো রেটিং অর্জন করেন

অনুর্ধ ২০০০ ওপেন বিভাগে মোট ৭১ জন খেলোয়াড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।

ফলাফল

Rk.SNo NamesexFEDRtgClub/CityPts. TB1  TB2  TB3  TB4 
133
Archisman Patra,IND1791West Bengal7,546,54940,000
26
Gurung, RohitIND1902Sikkim7,545,55040,000
31
Pradeep, TiwariIND1979DASCB6,5485237,500
423
Ayushman Mohanty,IND1827Odisha6,546,550,533,251
522
Aman Balana,IND1827Rajasthan6,546,550,533,252
639
Vikash Nishad,IND1752Uttar Pradesh6,5434733,250
718
Piyush Kumar,IND1836Bihar6,5414532,250
87
Chavan, NameetIND1887Maharashtra6,538,541,529,250
94
Ashutosh Kumar,IND1923Bihar6424628,000
1021
Srikanth, K.IND1831SSCB64245,527,500

বিস্তারিত

অনুর্ধ ২৩০০ মহিলা

এশিয়ান জুনিয়র বালিকা ব্লিৎজ ২০২৪ স্বর্ণ পদক বিজয়ী, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা ২০২৪ এবং নতুন রাজ্য ব্লিৎজ ২০২৫ চ্যাম্পিয়ন, WFM বৃস্টি মুখার্জী অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে চ্যাম্পিয়ন হন অনুর্ধ ২৩০০ মহিলা বিভাগে। তিনি এক রাউন্ড বাকি থাকতেই বিজয়ী হন এবং সকলের থেকে ১.৫ পয়েন্ট এগিয়ে শেষ করেন। নিবেদিতা ভি সি (তামিল নাড়ু) ও WCM আমুকথা গুনটাকা (অন্ধ্র প্রদেশ) দুজনের প্রত্যেকেই 6 পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। অনুর্ধ ২৩০০ বিভাগে মোট পুরস্কার মূল্য ছিল ₹১২০০০০। প্রথম তিনটি পুরস্কার হলো ₹১০০০০, ₹৬০০০ ও ₹৫০০০ সঙ্গে একটি করে ট্রফি।

অনুর্ধ ২৩০০ মহিলা চ্যাম্পিয়ন - WFM বৃস্টি মুখার্জী (পশ্চিমবঙ্গ) ৮/৯ | ছবি: সারা বাংলা দাবা সংস্থা

WFM বৃস্টি মুখার্জী অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে, সবার থেকে ১.৫ পয়েন্ট এগিয়ে শেষ করেন এবং ৩০ এলো রেটিং পয়েন্ট বৃদ্ধি করেন

অনুর্ধ ২০০০ ও ২৩০০ মহিলা বিভাগে মোট ৩৩ জন খেলোয়াড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।

ফলাফল

Rk.SNo NamesexFEDRtgClub/CityPts. TB1  TB2  TB3  TB4  TB5 Krtg+/-
11
WFMBristy Mukherjee,wIND1985West Bengal84650,544,75072030
22
ACMNivedita, V CwIND1950Tamil Nadu64751,532,0005401,6
34
Aamuktha Guntaka,wIND1910Andhra Pradesh64751,531,75054015,2

বিস্তারিত

বিভিন্ন পুরস্কার বিজয়ীরা একসাথে | ছবি: সারা ভারত দাবা সংস্থা

টুর্নামেন্ট হল - সম্বোধি রিট্রিট, বোধগয়া, বিহার | ছবি: সারা বিহার দাবা সংস্থা ও সারা ভারত দাবা সংস্থা

মোট ২২৪ জন অনুর্ধ ১৭০০ ওপেন, ৬৪ জন অনুর্ধ ১৭০০ মহিলা, ৭১ জন অনুর্ধ ২০০০ ওপেন, ৫৮ জন অনুর্ধ ২৩০০ ওপেন এবং মোট ৩৩ জন অনুর্ধ ২০০০ ও ২৩০০ মহিলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন। সারা বিহার দাবা সংস্থা এই পাঁচদিন ব্যাপী নয় রাউন্ডের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেন ২৫সে থেকে ২৯সে মার্চ ২০২৫, সম্বোধি রিট্রিট, বোধগয়া, বিহারে। সময় নিয়ন্ত্রণ করা হয়েছিল ৯০ মিনিট + ৯০ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।


Contact Us