CHRISTMAS WITH CHESSPA

Gift the little ones the joy of ChessPa

Checkout Now!

chesspa christmas banner

সপ্তর্ষি গুপ্ত একক শীর্ষস্থান নিউজিল্যান্ড ফিশার রান্ডম চ্যাম্পিয়নশিপ ২০২৫

by সাহিদ আহমেদ - 21/12/2025

সপ্তর্ষি গুপ্ত অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট করে নিউজিলান্ড ফিশার রান্ডম চ্যাম্পিয়নশিপ ২০২৫ শীর্ষস্থান অধিকার করেন। তিনি সকলের থেকে অর্ধেক পয়েন্ট এগিয়ে শেষ করেন। FM ফেলিক্স যাই (নিউজিলান্ড) ৫ পয়েন্ট করে সব মিলিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। কিন্তু ফেলিক্সকে আধিকারিক চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় কারণ তিনিই সমস্ত নিউজিলান্ড খেলোয়াড়দের সর্বোচ্চ পয়েন্ট করেন। CM কেনড্রিক বটং ঝাং (নিউজিলান্ড) ও FM আলফেউস ওয়েই আর্ন আং (নিউজিলান্ড) দুজনেই ৪.৫ পয়েন্ট করেন। তাঁহারা তৃতীয় স্থান ভাগ করে নেন। মোট পুরস্কার মূল্য ছিল NZ$ ২৪৫০। প্রথম তিনটি পুরস্কার ছিল যথাক্রমে NZ$ ৫০০, ৩৫০ ও ২৫০। ইহা সপ্তর্ষির বছরের দ্বিতীয় আর সব মিলিয়ে নিউজিলান্ডে তৃতীয় টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: নিউজিল্যান্ড দাবা খবর



সপ্তর্ষির বছরের দ্বিতীয় বিজয়প্রাপ্তি

আগের অনেক প্রতিবেদনেই আমরা উল্লেখ করেছি যে সপ্তর্ষি গুপ্ত হচ্ছেন একজন Ph.D. অধ্যবসায়ী ছাত্র, যিনি অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। তিনি যখনই সময় পান তখন একটু দাবা খেলেন তাঁর গবেষণার ফাঁকে। তাই ফিশার রান্ডম টুর্নামেন্ট জেতা বিভিন্ন কঠিন আর অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে এগিয়ে একটি প্রশংসনীয় ব্যাপার।

প্রথম - সপ্তর্ষি গুপ্ত ৫.৫/৬ | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

নিউজিল্যান্ড ফিশার রান্ডম চ্যাম্পিয়ন - FM NA ফেলিক্স যাই (নিউজিল্যান্ড) ৫/৬ | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

সপ্তর্ষি গুপ্ত অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট করে, আধিকারিক চ্যাম্পিয়নের বিরুদ্ধে একটি জয় সহ ও সকলের থেকে অর্ধেক পয়েন্ট এগিয়ে শেষ করেন

সপ্তর্ষির খেলার সময়ের বিভিন্ন মুহূর্ত | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

বিভিন্ন খেলোয়াড় | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

টুর্নামেন্ট হল - তাকাপুনা ওয়ার মেমোরিয়াল হল, অকল্যান্ড, নিউজিল্যান্ড | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

বিভিন্ন পুরস্কার বিজয়ীদের জন্য | ছবি: নিউজিল্যান্ড দাবা খবর

মোট ২৪ জন খেলোয়াড় নিউজিলান্ডের বিভিন্ন প্রান্ত, একজন ভারত ও রোমানিয়া থেকে অংশগ্রহণ করেন। নর্থ শোর চেস ক্লাব এই একদিনব্যাপী ছয় রাউন্ড সুইস লীগ ফিশার রান্ডম টুর্নামেন্টের আয়োজন করেছিলেন তাকাপুনা ওয়ার মেমোরিয়াল হল, অকল্যান্ড, নিউজিল্যান্ড ২২শে নভেম্বর ২০২৫। সময় নিয়ন্ত্রণ করা হয়েছিল ২৫ মিনিট + ৫ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।

ফলাফল

PosPlayerRtgFedPtsDEPSBHSBBH/C1
16  Saptorshi, Gupta2029IND IND5.5020.522.019.821.0
21 FM Xie, Felix2312NZL NZL5.0019.022.016.519.5
38 CM Zhang, Kendrick Botong1981NZL NZL4.5015.521.013.220.0
42 FM Ang, Alphaeus Wei Ern2300NZL NZL4.5015.520.513.218.0

বিস্তারিত

যোগসূত্র

টুর্নামেন্ট বিবরণী

নিউজিল্যান্ড দাবা খবর

নিউজিল্যান্ড দাবা ফেডারেশন: আধিকারিক ওয়েবসাইটfb পাতা




Contact Us