FRESH BOOK TITLES IN THE SHOP

NEW ARRIVALS

Checkout Now!

Books

মিত্রাভ গুহ কমনওয়েলথ ব্লিৎজ ২০২৫ ওপেন স্বর্ণপদক জয়

by সাহিদ আহমেদ - 15/12/2025

WGM সৃজা শেষাদ্রি, WGM মেরি এন গোমস ও IM নিশা মোহতা এই তিনজনের প্রত্যেকেই ৫.৫ পয়েন্ট করে সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক পান মহিলা বিভাগে। ভারত মোট ৩৫টি পদক (১৩টি স্বর্ণ, ১০টি রূপা ও ১২টি ব্রোঞ্জ) অর্জন করেন ক্লাসিকাল ও ব্লিৎজ event মিলিয়ে। GM মিত্রাভ গুহ অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে স্বর্ণ পদক পান ব্লিৎজ ইভেন্টে। GM দীপ সেনগুপ্ত পান রূপো ৭.৫ পয়েন্ট করে। GM প শ্যাম নিখিল টাই-ব্রেকে বাকি চারজনের থেকে এগিয়ে ব্রোন্জে পদক লাভ করেন ৭ পয়েন্ট করে। মৃত্তিকা মল্লিক অনুর্ধ-২০ বালিকা বিভাগে রূপো পান ৫ পয়েন্ট করে। ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫



পশ্চিমবঙ্গের পাঁচজন খেলোয়াড় পান পদক

মোট ৩৩ জন বিভিন্ন ভারতীয় খেলোয়াড় ৩৫টি পদক অর্জন করেন। মোট পুরস্কার মূল্য ছিল মালয়শিয়ান রিংগিট ৮৫০০০ (প্রায় US$ ২০০০০), মালয়শিয়ান রিংগিট ৪২০০০ ওপেন বিভাগে আর মালয়শিয়ান রিংগিট ১০০০০ ব্লিৎজ ইভেন্টে। ওপেন বিভাগে প্রথম তিনটি পুরস্কার ছিল মালয়শিয়ান রিংগিট ১২০০০, ৮০০০ ও ৫০০০। ব্লিৎজ ইভেন্টে প্রথম তিনটি পুরস্কার ছিল মালয়শিয়ান রিংগিট ২০০০, ১০০০ ও ৬০০।

ভারত মোট ৩৫টি মেডেল লাভ করেছেন | ছবি: ফিডে

মহিলা: রূপো ও ব্রোঞ্জ

WGM সৃজা শেষাদ্রি (২২৮৫), WGM মেরি এন গোমস (২২৬২) ও IM নিশা মোহতা (২১৩৬) এই তিনজনের প্রত্যেকেই ৫.৫ পয়েন্ট করেন। তাঁহারা সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক অর্জন করেন যথাক্রমে।

রূপো - WGM মেরি এন গোমস ৫.৫/৯ | ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

ব্রোঞ্জ - IM নিশা মোহতা ৫.৫/৯ | ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

ফলাফল

1816
WGMSrija SeshadriwWomenIND228505,50546,541,5220-21,4
2117
WGMGomes Mary AnnwWomenIND226205,5053935,5210-18,7
2322
IMMohota NishawWomenIND213605,50444,5402108,3

বিস্তারিত

অনুর্ধ-২০ বালিকা: রূপো

WFM ক ম দাহামদি সানুডুলা (শ্রীলংকা, ২০৪৩) ও মৃত্তিকা মল্লিক (২০৩৬) দুজনের প্রত্যেকেই ৫ পয়েন্ট করেন। তাঁহারা টাই-ব্রেক অনুযায়ী স্বর্ণ ও রূপো পদক পান যথাক্রমে।

রূপো - মৃত্তিকা মল্লিক ৫/৯ | ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

ফলাফল

2927
WFMSanudula K M DahamdiwU20 GSRI2043050540,536,5240-25,2
3228
Mrittika MallickwU20 GIND2036050440,537,5340-24,8
5272
Liew Tze ChiwU20 GSGP174104,5043431,534063,6

বিস্তারিত

ব্লিৎজ ওপেন: স্বর্ণ ও রূপো

এই প্রতিযোগিতার শীর্ষ বাছাই, GM মিত্রাভ গুহ (২৫৮৭) অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে স্বর্ণ পদক অর্জন করেন। তিনি সকলের থেকে ০.৫ পয়েন্ট এগিয়ে শেষ করেন। GM দীপ সেনগুপ্ত (২৩৫০) ৭.৫ পয়েন্ট করে রূপো পান। GM প শ্যাম নিখিল (২৩১৬) 7 পয়েন্ট করে ব্রোঞ্জ পদক পান।

সোনা - GM মিত্রাভ গুহ ৮/৯ | ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

রূপো - GM দীপ সেনগুপ্ত ৭.৫/৯ | ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫

ফলাফল

Rk.SNo NameTypsexFEDRtgIRtgNPts. TB1  TB2  TB3  TB4  TB5 Krtg+/-
11
GMMitrabha GuhaIND2587080752474105
25
GMSengupta DeepIND235007,50748,543,54100,7
38
GMShyaam Nikhil PIND2316070749,5454102,5

বিস্তারিত

যোগসূত্র

টুর্নামেন্ট নিয়মাবলী

মালয়শিয়ান দাবা ফেডারেশন

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫




Contact Us