অগ্নিভ চক্রবর্তী তৃতীয় নিতাই ঘোষ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

by সাহিদ আহমেদ - 14/11/2025

অগ্নিভ চক্রবর্তী ও রূপম মুখার্জী অপরাজিত থেকে ৮ পয়েন্ট করেন দু'জনেই। টাই-ব্রেক অনুযায়ী অগ্নিভ তৃতীয় নিতাই ঘোষ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। রূপম দ্বিতীয় স্থান লাভ করেন। পাঁচজন খেলোয়াড় - সৃজন সাহা, অঙ্কিত দাস, হৃষিকেশ কুমার বণিক, রিশান দেবনাথ ও মৃত্যুঞ্জয় কুমার প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন। তাঁহারা তৃতীয় থেকে সপ্তম স্থান অধিকার করেন টাই-ব্রেক onujayi। মোট পুরস্কার মূল্য ছিল ₹৬০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৮০০০০, ₹৬০০০০ ও ₹৪০০০০ সঙ্গে একটি করে ট্রফি। জলপাইগুড়ি দাবা একাডেমী এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন গ্রেটার কৈলাশ দা প্যালেস, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ ১০ই থেকে ১৪ই অক্টোবর ২০২৫। ইহা অগ্নিভর বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়। ছবি: IA অসিত বরণ চৌধুরী / জলপাইগুড়ি দাবা একাডেমী

অগ্নিভর বছরের প্রথম রেটিং টুর্নামেন্ট বিজয়

প্রথম - অগ্নিভ চক্রবর্তী ৮/৯ | ছবি: IA অসিত বরণ চৌধুরী / জলপাইগুড়ি দাবা একাডেমী

দ্বিতীয় - রূপম মুখার্জী ৮/৯ | ছবি: সাহিদ আহমেদ

তৃতীয় - সৃজন সাহা ৭.৫/৯ | ছবি: IA অসিত বরণ চৌধুরী / জলপাইগুড়ি দাবা একাডেমী

অগ্নিভ চক্রবর্তী অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে, টাই-ব্রেকে চ্যাম্পিয়ন হন ও ৬৪.০৫ এলো রেটিং পয়েন্ট অর্জন করেন

খেলার কিছু মুহূর্ত | ছবি: অরিন্দম সাহা

টুর্নামেন্ট ব্যানার | ছবি: নন্দিতা মোদক

মোট ৪০৮ জন খেলোয়াড় একজন IM ও একজন WGM সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও দুইজন নেপাল থেকে অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি দাবা একাডেমী এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন গ্রেটার কৈলাশ দা প্যালেস, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ ১০ই থেকে ১৪ই অক্টোবর ২০২৫। সময় নিয়ন্ত্রণ করা হয়েছিল ৯০ মিনিট + ৩০ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।

ফলাফল

Rk.SNoNameTypsexGrFEDRtgClub/CityPts. TB1  TB2  TB3  TB4  TB5 
110Agnivo ChakrabortyIND2019West Bengal84852,54607
214Rupam MukherjeeIND1963West Bengal8465044,507
34Srijon SahaIND2060West Bengal7,55257,547,306
411Ankit DasU12NBIND2017Jalpaiguri7,551,556,545,507
58AIMBanik Hrishikesh KumarIND2033West Bengal7,551,555,54506
642Rishan DebnathIND1804West Bengal7,55053,542,307
713Mrityunjay KumarIND1963Bihar7,548,55342,807
82Alekhya MukhopadhyayIND2246West Bengal754,559,54406
93WGMSwati GhatewIND2102Maharashtra751564206
1019Aahil PatraU14IND1928West Bengal7505440,506
1116Neelabhro BandyopadhyayIND1945West Bengal74953,540,805
1212Shourya PaulIND2002West Bengal74852,539,806
136Shankhodip DeIND2050West Bengal74852,539,506
1425Shreyas DasIND1909Delhi746,550,536,507
1529Tamang ThendupIND1884Sikkim74548,536,505
1624Singh Soram RahulIND1911Assam743,547,536,506
1730Soumyadeep RahaIND1874Assam743,547,53506
181IMKaustuv KunduIND2389West Bengal6,556604105
199Gurung RahulIND2028Sikkim6,5535839,306
2046Soumyadeep NathU12IND1800West Bengal6,5525638,305
2117Gurung RohitIND1943Sikkim6,549,55436,806
2218CMAnurag JaiswalIND1933West Bengal6,54953,537,804
2336Akash TiwariIND1847West Bengal6,548,55234,506
2450AFMArohan DeyU12IND1792West Bengal6,5485235,305
2522N. TarunIND1917Delhi6,547,552,53605

বিস্তারিত


Contact Us